Site icon Chandamama

মানবের মজার খাচা

Reading Time: < 1 minute

লোকডাউনে বসছি ঘরে সময় দৌড়ে যায়,

কি যে করি আর না করি তাই ভেবে না পাই,

দাবার গুটি বেরং লাগে মোবাইল এ মত্ত,

তাই বোধয় ভুলতে বসেছি মোদের মজার আসল সত্ত,

বিছানা আর মোটেই ছাড়তে চায়না আমায়,

ক্ষুধা নিবারণ টাই আজ বুঝতে পারি বিছানা থেকে নামায়,

তুমি ভাবো শরীর আজ তৃষ্ণার্ত বাইরে যাওয়ার নাম এ,

ভেবেছো কি ঘরের কাজেই গা কতটা ঘামে?,

ভাবছো এ যে দুক্ষের ২০২০ সাল,

ঘরে বসে থাকতেই আমরা হয়েছি নাজেহাল !?

চাষির এসব চিন্তা কি ! আর ঘুরবে মাঠে ঘাটে,

যখন খুশি সার কিনতে যাবে বাজার – হাট এ,

এরা খাটে মোদের জন্য তুলে দিতে অন্ন,

সেইগুলো কে মুখে পুরে করি তাদের ধন্য,

আরেক ধন্য করি চলো ঘরে বসে আজ,

ঘরে বসেই বাঁচাই তাদের, মোদের বাঁচানো যাদের কাজ ||

Exit mobile version